সোমবার, জুলাই ২৮

ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে উরুগুয়ে

কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালের উরুগুয়ে-ব্রাজিলের লড়াইকে ‘ফাইনালের আগে আরেক ফাইনাল’ তকমা দিয়েছিলেন ফুটবল বিশ্লেষকরা। তবে মাঠের লড়াইয়ে এর ছিঁটে ফোঁটাও দেখা যায়নি।

নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে ম্যাচে সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কাতার বিশ্বকাপের পর থেকে যেন অস্তিত্ব-সংকটে ভুগছে ব্রাজিল। চিরচেনা হলুদ জার্সিতে মাঠে পারফরম্যান্সে বিবর্ণ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। উরুগুয়ের বিপক্ষে এলোমেলো আর ভুলেভরা ফুটবল আর উদ্দেশ্যহীন পাসে সর্বনাশ দরিভাল জুনিয়রের দলটির।

কার্ড জটিলতায় একাদশে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। তার পরিবর্তে খেলতে নামা এনদ্রিকে খুঁজে পাওয়া যায়নি। পুরোপুরি নিষ্প্রভ ছিলেন রাফিনিয়া, রদ্রিগো আর লুকাস পাকুয়েতারা। তাই তো শেষ ২০ মিনিট উরুগুয়ের ১০ জনের বিপরীতে সেলেসাওদের ১১ জন কিছু করতে পারেনি।

কোপার ৯ শিরোপার সর্বশেষটি ব্রাজিল জিতেছে ২০১৯ সালে। আর আর্জেন্টিনার সমান সর্বোচ্চ উরুগুয়ের ১৫ শিরোপার শেষটা এসেছে ২০১১ সালে। দুদলের পরিসংখ্যানে এগিয়ে সেলেসাওরা। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশেষ করে আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে দুর্দান্ত খেলছে তারা। এর প্রতিফলন ছিল ব্রাজিলের বিপক্ষেও। বরাবরের মতো শারীকির শক্তি নির্ভর ফুটবল খেলেছে তারা। প্রথম ২০ মিনিটেই ৯টি ফাউল করেন দলটির ফুটবলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *