সোমবার, জানুয়ারি ২৬

ব্যবসায় ধ্বস: সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত জলিল

|| বিনোদন ডেস্ক ||

সাভারের গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের ধ্বস নামায় সিনেমা জগত থেকে আপাতত দূরে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। এক সময় সাভারে প্রায় ১২ হাজার জনবল নিয়ে বিশাল কারখানা পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীসংখ্যা নেমে এসেছে মাত্র ৪ হাজারে। এই বড় ধরনের ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে আপাতত পুরো মনোযোগ ব্যবসার দিকেই দিতে চান তিনি। এই পরিস্থিতিতে সিনেমাকে আপাতত বিদায় জানিয়ে অনন্ত জলিল বলেন, ব্যবসার অবস্থা এতটাই প্রতিকূল যে এখন অভিনয় বা সিনেমার শুটিং নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। এমনকি তার হাতে থাকা পেন্ডিং সিনেমাগুলোর কাজও এই মুহূর্তে শেষ করা সম্ভব হচ্ছে না।

‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত এই অভিনেতা স্পষ্ট জানান, তিনি মূলত একজন ব্যবসায়ী এবং শুটিংয়ের ফাঁকেও সবসময় ব্যবসার খোঁজ নিতাম। তাই ব্যবসার অবস্থা পুনরায় স্থিতিশীল না হওয়া পর্যন্ত রূপালি পর্দায় ফেরা তার জন্য ঠিক হবে না বলে তিনি মনে করেন। তিনি আরও যোগ করেন, যখন কোনো কাজে বড় ধরনের সংকট আসে, তখন সেই কঠিন সময় কাটিয়ে ওঠাই তার স্বভাব। এখন ব্যবসা ভালো না যাওয়ায় সিনেমা নিয়ে পড়ে থাকলে ভবিষ্যতে আরও বড় সমস্যায় পড়ার আশঙ্কা করছেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করা অনন্ত জলিলের প্রতিটি সিনেমায় তার সঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী বর্ষা। সিনেমা ছাড়ার এই সিদ্ধান্তে বর্ষাও তার সাথে সংহতি জানিয়েছেন। অনন্ত জলিল জানান, তারা সিনেমা করেন শখের বশে, এটি তাদের পেশা নয়। তাই ভবিষ্যতে ফিরলে তারা দুজন একসঙ্গেই ফিরবেন, অন্যথায় কেউ কাজ করবেন না। বর্তমানে তার ‘নেত্রী দ্য লিডার’, ‘অপারেশন জ্যাকপট’ এবং ‘চিতা’ সিনেমার কাজগুলো অনিশ্চয়তার মুখে পড়ল। এই সিনেমাগুলোর ভবিষ্যৎ নিয়ে তিনি জানান, ব্যবসার সুসময় ফিরলে তবেই কাজ হবে, নতুবা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *