মঙ্গলবার, ডিসেম্বর ৩০

বোর্ড পরীক্ষার ফল প্রকাশ: আয়ুর্বেদিক শিক্ষায় সাফল্যের পথে প্রফুল্ল সিংহ মেডিকেল কলেজ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

বাংলাদেশ বোর্ড অফ ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক বোর্ডের ২০২৫ সালের কোয়ালিফাইং পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে ১০১ জন শিক্ষার্থী অংশ নেন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বাবুল হোসেন ফলাফল প্রসঙ্গে জানান, কলেজের শিক্ষার্থীদের সাফল্যের হার অত্যন্ত ভালো হবে বলে তিনি প্রত্যাশা করছেন। অনলাইনে ফলাফল প্রকাশিত হওয়ায় এখনো আনুষ্ঠানিক ফলাফলের কপি হাতে না পেলেও শিক্ষার্থীদের প্রস্তুতি ও অধ্যবসায় তাকে আশাবাদী করেছে।

অধ্যক্ষ মোহাম্মদ বাবুল হোসেন আরও বলেন, কলেজের শিক্ষকরা নিরলস পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন। পাঠদান, দিকনির্দেশনা ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

প্রাকৃতিক উপাদানভিত্তিক ট্রেডিশনাল মেডিসিন বা দেশীয় চিকিৎসা পদ্ধতি বর্তমানে নিরাপদ ও সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। বিশ্বের বিভিন্ন দেশে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির চর্চা রয়েছে এবং দিন দিন এর গ্রহণযোগ্যতা বাড়ছে।

খুলনা বিভাগের একমাত্র আয়ুর্বেদিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে দক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক তৈরি করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিস্তারে অবদান রাখছে।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কলেজটি মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায়, মাগুরা–যশোর মহাসড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত। কলেজটির রয়েছে নিজস্ব জমি ও অবকাঠামো। জনসেবার অংশ হিসেবে প্রতি শুক্রবার কলেজের আউটডোর বিভাগে বিনা খরচে রোগী সেবা প্রদান করা হয়, যা সাধারণ মানুষের কাছে প্রশংসিত।

আয়ুর্বেদিক ঐতিহ্য ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। (বিশেষ প্রতিবেদন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *