মঙ্গলবার, জুলাই ২৯

বেলকুচিতে স্কুলের দরোয়ানের সাথে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে ৪ শিক্ষার্থী হাসপাতালে

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||

সিরাজগঞ্জ বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ে দারোয়ানের সাথে এক ছাত্রের কথা কাটাকাটির জেড়ে মারপিট ও ধারালো চাকুর আঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটেছে। এতে এলাকায় উক্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়াকে মোটরবাইকে নিয়ে স্কুলে আসে বড় ভাই আজিম আকন্দ। স্কুল গেইটের দায়োয়ান আব্দুল আউয়াল মোটরসাইকেল নিয়ে ভিতরে প্রবেশ করতে না দিলেই শুরু হয় বাকবিতন্ডা। আজিম আকন্দ সিরাজগঞ্জ বিএল স্কুলের নবম শ্রেণির ছাত্র ও সমেসপুর গ্রামের সোনাউল্লার ছেলে।

পরে মোটরসাইকেল বাহিরে রেখেই আজিম আকন্দ রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছোট বোনের স্কুলের আইডি কার্ড তৈরির বিষয়ে কথা বললে একশ টাকা লাগবে জানায়। তার কাছে তাৎক্ষণিক টাকা না থাকায়, বাড়ি থেকে টাকা নিয়ে এসে স্কুলে পুনরায় প্রবেশ করা মাত্রই দারোয়ানের সাথে বাকবিতন্ডার সূত্র ধরে কয়েকজন ছাত্র এসে আজিমকে এলোপাতারি মারপিট করে।

এসময় আজিম তার পকেট থেকে ধারালো চাকু বের করে চারদিকে ঘোড়াতে থাকে। চাকুর আঘাতে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে শুভ শেখ নামের এক ছাত্র গুরুত্বরধ আঘাতপ্রাপ্ত হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উক্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় রাজাপুর উচ্চ বিদ্যালয়ের দারোয়ন আব্দুল আউয়ালের কাছে জানতে চাইলে কোন উত্তর দেয়া যাবে না প্রধান শিক্ষকের এটা নির্দেশ বলেই ফোন কেটে দেন। প্রধান শিক্ষক আব্দুল মমিন জানান, অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এটা নিয়ে এলাকায় উক্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে দুই পক্ষই মিমাংসার জন্য থানায় বসেছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ওই ঘটনায় আজিম নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্রকে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি। খবর শুনেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *