রবিবার, নভেম্বর ২

বেলকুচিতে সমবায় র‌্যালি, আলোচনা সভা ও পতাকা উত্তোলন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

পতাকা উত্তোলনের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার রানা ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল), শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), বেলকুচি থানা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিজ্ঞা বহুমুখী সমবায় সমিতির সদস্য আমীর হামজা, কেন্দ্রীয় সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেড ও বেলকুচি থানা সমবায় সমিতির সভাপতি এনতাজ আলী প্রামানিকসহ বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আমন্ত্রিত অতিথি ও সমবায় সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আফরিন জাহান বলেন—“সমবায় হলো যৌথ শক্তির প্রতীক। সাম্য ও সমতার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার অন্যতম সফল পদ্ধতি সমবায় ব্যবস্থা। উন্নত সমাজ গঠন ও দেশের সার্বিক অগ্রগতিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *