শনিবার, আগস্ট ২৩

বেলকুচিতে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সম্প্রীতি সমাবেশ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় তামাই শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনতা ব্যাংক পিএলসি, তামাই শাখার সিনিয়র অফিসার কল্পচিত্র পাল-এর প্রধান পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল-এর সভাপতিত্বে ও রতন কুমার পাল-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।

এ সময় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রী শ্রী মদন মোহন সেবা সদন-এর সভাপতি শ্রী বৈদ্য নাথ রায়, গৌর গোবিন্দ ভজন মন্দিরের সভাপতি শ্রী অমৃত নারায়ণ দে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শ্রী শীতল চন্দ্র চাকী, গাড়ামাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় শংকর সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি সরকারি কলেজের (অব.) সহকারী অধ্যাপক সুব্রত পাল, দৌলতপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চৌধুরী, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পরিতোষ কুমার সরকার, সহকারী অধ্যাপক দীপ্তিশ কুমার সরকার, জনতা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার নিউটন কুমার ঘোষ।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকমকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মোহন সাহা, কবি রজনীকান্ত স্মৃতি সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিমল বন্ধু সরকার, তামাই শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় শ্রীমদ্ভগবদগীতার আলোকে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। সভাপতি তাঁর বক্তব্যে মানুষে মানুষে ভেদাভেদ দূর করে সামাজিক ঐক্য স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *