বৃহস্পতিবার, অক্টোবর ৯

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

শিক্ষার মান উন্নয়ন ও সুন্দর সমাজ গঠনে অভিভাবকের দিকনির্দেশনা অপরিহার্য—এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষক ও অভিভাবক অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন—প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সাইদুর রহমান, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শামসুজ্জামান অপু, সহকারী প্রধান শিক্ষক ফরিদ হাসান, সহকারী শিক্ষক শিবানী রানী ঘোষ, সাংবাদিক আল-আমিন হোসেনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও একাডেমিক উন্নয়নে অভিভাবকের ভূমিকা অপরিসীম। পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে।

এ সময় বক্তারা আরও জানান, এসএসসি পরীক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হলে তাদেরকে চূড়ান্ত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না—এটি শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *