সোমবার, জুলাই ২১

বেলকুচিতে শহীদ জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচার এবং দেশের আইন-শৃঙ্খলার অবনতিরও তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় কড়িতলা থেকে শুরু হয়ে চালা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক পৌর আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, আকছেদ আলী প্রাং, সাংবাদিক রেজাউল করিম ও মনোয়ার চৌধুরী বাবু প্রমুখ।

বক্তারা অবিলম্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *