
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ২৪’ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বেলকুচি উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে শেরনগর মডেল প্রাথমিক স্কুলে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা জনাব আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, পৌর আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিনসহ বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা।
“জুলাই-আগস্টের শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা।”
গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জননেতা আমিরুল ইসলাম খান আলীম।
বক্তব্য রাখেন বেলকুচি পৌর বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা।
এ সময় বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,
“জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল এক নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন। সেই চেতনা নিয়ে আজকের তরুণদের রাজপথে নামতে হবে।”