বুধবার, নভেম্বর ২৬

বেলকুচিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এই জনসভা আয়োজন করা হয়।

৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এম.এ মোনায়েম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সাবেক নায়েবে আমীর আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, পৌর জামায়াতের আমীর গোলাম সারোয়ার ও সেক্রেটারি ডা. সেরাজুল ইসলামসহ আরও অনেকে।

জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব এবং জনকল্যাণমূলক রাজনীতির বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আইনাল হক।

সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *