রবিবার, জানুয়ারি ২৫

বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, ক্যাপ্টেন মাহির এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ।

এছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, ভেটেরিনারি সার্জন তানিয়া সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু হেনা মোহাম্মদ আসিফ, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, “দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন সম্ভব। এর মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী সফল খামারিদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *