বৃহস্পতিবার, আগস্ট ২১

বেতাগী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান, সম্পাদক মহিদুল হাসান

|| রুমান খান | বেতাগী উপজেলা (বরগুনা) প্রতিনিধি ||

বরগুনার বেতাগীতে ইমরান হোসেনকে সভাপতি ও মাহিদুল হাসানকে সাধারণ সম্পাদক করে সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

আজ রবিবার (২৫ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়। যেখানে ইমরান হোসেনকে সভাপতি ও মাহিদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির বাকিরা হলেন- সিঃ সহ-সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি মো. হাসিব, আরিফুর রহমান, রুম্মান আহমেদ সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভিন আহমেদ আবির, মারজান আহমেদ রাকিব, ফারদিন কবির, নৃপেন চন্দ্র ব্যাপারী। সাংগঠনিক সম্পাদক সারুফ খান, দপ্তর সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক রিফাত হাওলাদার, সাহিত্য বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল নবীন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আদিল হাওলাদার, ছাত্রী বিষয়ক সম্পাদক আতিকা বুশরা, বাকি সদস্যরা হলেন, মাহিন সিকদার, আহমেদ খান রোহান, মোসাঃ তানজিলা আক্তার, জেরিন, আতিকা জাহান অপি।

কমিটি প্রকাশিত হওয়ার পর কলেজ ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উল্লসিত পরিবেশ সৃষ্টি হয়।

সাধারণ সম্পাদক মাহিদুল হাসান আলোকিত দৈনিকে জানান, জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ আমার উপর যে ভরসা ও বিশ্বাস রেখে দায়িত্বে বসিয়েছেন, তা আমি সবসময় মাঠে থেকে পালন করার চেষ্টা করব। শিক্ষা বান্ধব ক্যাম্পাস ও সকল শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবো। আমার পদের চাইতেও আমি ছাত্রদল এটাই সবচেয়ে বড় পরিচয়। সুতরাং সকল ছাত্রদল কর্মীরা আমার ভাই, শিক্ষার্থীদের সকল সমস্যা নিরসনে সভাপতিসহ কমিটির সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *