
|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||
বরগুনার বেতাগীতে উপজেলা ছাত্রদলের সভাপতি আহসানুল কবির শোয়েব ও সাধারণ সম্পাদক আমিন মোর্শেদ রুহুল আমিন এবং পৌর ছাত্রদলের সভাপতি রহিম খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাইমেনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।


নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আমিন মোর্শেদ রুহুল আমিন আলোকিত দৈনিককে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়লাভ করাই আমার প্রধান লক্ষ।
