শনিবার, অক্টোবর ১১

বেড়াতে এসে জলডুবিতে নিখোঁজ ৮ বছরের মালিহা

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||

বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত বাদশা খানের নাতি এবং রাসেল মিয়ার মেয়ে, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মালিহা (৮) আজ বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে বারোটার দিকে নানা বাড়িতে বেড়াতে এসে জম্বুদ্বীপ হেলিপোর্ট সংলগ্ন খালে গোসল করতে নেমে জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বানারীপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে, তবে এখন পর্যন্ত মালিহাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মেয়েটির নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারসহ পুরো এলাকার মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী জানান, এটি নতুন ঘটনা নয়। আগের দিনগুলোতে প্রায় ১৭ জন শিশু-কিশোর একই স্থানে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে মৃত্যু বরণ করেছে। স্থানীয়দের মতে, এই খালের স্রোত এতটাই বিপজ্জনক যে, প্রতিটি গোসলের সময় নিশ্চিত ঝুঁকি থাকে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শোক বিরাজ করছে, আর অনেকেই সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *