
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক আপসহীন ও কিংবদন্তি নেত্রী। দেশের মানুষের অধিকার আদায় এবং সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন নেতৃত্ব ও ত্যাগ চিরকাল ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো, যা অপূরণীয় এক ক্ষতি।”
তিনি আরও উল্লেখ করেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষার প্রসার ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে তাঁর গৃহীত পদক্ষেপগুলো মাইলফলক হিসেবে বিবেচিত হবে। পরিশেষে, তিনি মহান আল্লাহর দরবারে মরহুমার জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য প্রার্থনা করেন।
