শুক্রবার, ডিসেম্বর ২৬

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বেলকুচিতে দোয়া ও মিলাদ মাহফিল

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বাদ জুমআ বেলকুচি উপজেলার সোহাগপুর দারুল আমান জামে মসজিদে, মুকুন্দগাঁতী বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান ও পবিত্র বিসমিল্লাহির রাহমানির রাহিম উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়ার আয়োজনে এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের কান্ডারী আমিরুল ইসলাম খান আলীমের নির্দেশে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন আপসহীন, সাহসী ও পরীক্ষিত নেত্রী। তাঁর সুস্থতা ও সক্রিয় নেতৃত্ব দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।

দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আলহাজ্ব মোহাম্মদ আলী ভূঁইয়া—সাবেক যুগ্ম আহ্বায়ক, বেলকুচি পৌর বিএনপি; সাবেক সাধারণ সম্পাদক, বেলকুচি কলেজ ছাত্রদল এবং সাধারণ সম্পাদক, মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও মিলাদ মাহফিলটি সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *