
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) র্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। এসময় অতিথিদের হাতে মুজিব শতবর্ষের লোগো সম্বলিত লিফলেট বিতরণ করা হলে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় উপস্থিত অনেকেই বিষয়টিকে গণঅভ্যুত্থানের চেতনার অবমাননা উল্লেখ করে সভাস্থলেই প্রতিবাদ জানান।
জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিলেও প্রশাসনে এখনো তাদের দোসররা রয়ে গেছে। মুজিব লোগো সম্বলিত লিফলেট বিতরণ কোনভাবেই মেনে নেওয়া যায় না। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে বিচার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
লিফলেটে কেডিএ’র পরিলল্পনা শাখার নাম দেখা গেছে। তবে পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। পুরোনো কিছু লিফলেট ভুলবশত বিতরণ হয়ে গেছে। আমরা পরে তা বাতিল করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”