
|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে বিলম্ব ফিসহ ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এরপর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফিসহ ফরম পূরণের চূড়ান্ত তারিখ ১৭ জানুয়ারি ২০২৬। নির্ধারিত সময়ের পর ফরম পূরণের আর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং সময় বৃদ্ধির কোনো সুযোগ থাকবে না। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ নিশ্চিত করতে বলা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে সকল প্রতিষ্ঠান প্রধানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন ।
