মঙ্গলবার, ডিসেম্বর ২৩

বিপিএল মাতাতে বাংলাদেশে পা রেখেছেন যেসব বিদেশি ক্রিকেটার

|| স্পোর্টস ডেস্ক ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে সামনে রেখে এখন সাজ সাজ রব। অংশগ্রহণকারী সাতটি ফ্র্যাঞ্চাইজি তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। এরই মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ঢাকায় পৌঁছেছেন এবং নিজ নিজ দলের অনুশীলনে যোগ দিচ্ছেন।

​১. সিলেট টাইটান্স (Sylhet Titans)

​সিলেট পর্ব দিয়ে টুর্নামেন্ট শুরু হতে যাওয়ায় স্থানীয় ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা কাজ করছে। এই দলের হয়ে খেলতে পাকিস্তান থেকে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন:

  • মোহাম্মদ আমির (পাকিস্তান): অভিজ্ঞ এই বাঁহাতি পেসার গত রাতেই সিলেটে পৌঁছে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন।

​২. রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors)

​রাজশাহী তাদের বিদেশি খেলোয়াড়দের নিয়ে বেশ স্বস্তিতে আছে। দলটির প্রধান কোচ হান্নান সরকার জানিয়েছেন, তাদের বিদেশি ক্রিকেটাররা টুর্নামেন্টের প্রথম দিন থেকেই মাঠে থাকবেন।

  • ​সাহিবজাদা ফারহান (পাকিস্তান)
  • ​মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)
  • ​সন্দীপ লামিচানে (নেপাল)
  • ​হুসেইন তালাত (পাকিস্তান)
  • ​বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা)
  • ​জাহানদাদ খান (পাকিস্তান)

বিঃদ্রঃ রাজশাহীর এসব খেলোয়াড় আজ ২৩ ডিসেম্বরের মধ্যেই সিলেটে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

​৩. রংপুর রাইডার্স (Rangpur Riders)

​রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাতে পাকিস্তান থেকে ইতোমধ্যে এসেছেন:

  • ​খুশদিল শাহ (পাকিস্তান)

এছাড়া দলটির কোচ মিকি আর্থার জানিয়েছেন যে, ডেভিড মালান, কাইল মায়ার্স, ইফতিখার আহমেদ এবং ফাহিম আশরাফ খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন।

​৪. ঢাকা ক্যাপিটালস (Dhaka Capitals)

​ঢাকা ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটারদের নিয়ে কিছুটা অনিশ্চয়তা কাজ করছে। তাদের বড় তারকা অ্যালেক্স হেলস, রহমানুল্লাহ গুরবাজ এবং দাসুন শানাকা বর্তমানে আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি (ILT20) নিয়ে ব্যস্ত থাকায় শুরুর কয়েক দিন তাদের পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে ২৫ ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের আসার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *