
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে ৩ বিজিবি লোগাং জোন।
বিজিবি সূত্র জানায়, রবিবার (১১ জানুয়ারি) আনুমানিক সকাল সাত টায় ৩ বিজিবি-র আওতাধীন সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়ি মুখ নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১,১৫০০০ টাকা মাত্র। তবে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানিয়েছে ৩ বিজিবি লোগাং জোন কর্তৃপক্ষ।
