
|| নিজস্ব প্রতিবেদক ||
বিগত পাঁচদিনে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও সংশয় প্রকাশ করেছে বাংলাদেশ পিপলস্ পার্টি। রবিবার (১৯ অক্টোবর) দলটির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান ও মহাসচিব মোঃ নুরুল হুদা এক যুক্ত বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
নেতৃদ্বয় বলেন, স্বল্পদিনের ব্যবধানে তিনটি বিশাল বিশাল অগ্নিকাণ্ডে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। এসকল কাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা সরকারকে খতিয়ে দেখতে হবে। এজন্য স্বচ্ছ একটি তদন্ত কমিটি গঠন করে এর সঠিক কারণ উদঘাটন করা সরকারের একটি নৈতিক দায়িত্ব।
নেতৃদ্বয় আরো বলেন, এই দুর্ঘটনার পিছনে অশুভ কোনো শক্তি জড়িত থাকলে বা এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কোনো গাফলতি থাকলে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, দেশের সরকারি-বেসরকারি বড় বড় স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন ব্যবস্থা আরো উন্নত ও জোরদার করার দাবি জানান পার্টির চেয়ারম্যান ও মহাসচিব। এছাড়াও দেশে বিরাজমান অস্থিরতাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ঘটা অঘটন বন্ধে সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ ও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। তাছাড়া বর্তমান অবস্থায় দেশ চললে সরকারকে এ জন্য চরম মূল্য দিতে হবে।
