
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর প্রতিষ্ঠাতা, বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮৩ তম শুভ জন্মদিন আজ বুধবার (১২ মার্চ ২০২৫ খ্রি.)। একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী এই গুণী ব্যক্তির জন্মদিন ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য বিশেষায়িত কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।
এদিন সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারে সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী জায়েদ খান সাবিত ও সাইফ হাসান অমি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সাথে ফিতা কেটে ল্যাবটির শুভ উদ্বোধন করেন। ৫৪ টি AI সমৃদ্ধ (Core i7, 12th Generation) আধুনিক কম্পিউটার দিয়ে ল্যাবটি স্থাপন করা হয়, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়ক হবে বলে আশা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আল-ইমতিয়াজ, পরিচালক (আইকিউএসি) ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন ও পরিচালক (আইসিটি সেল) এ. এস. এম. শাফী-সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।