শুক্রবার, নভেম্বর ২১

বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না” —শামা ওবায়েত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

বেলকুচি উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপি সদস্য গোলাম আজম, সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু প্রমুখ।

সমাবেশটি সঞ্চালনা করেন শারমিন ইয়াসমিন ও নাসরিন বেগম।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েত বলেন, “বর্তমানে অনেক দল বড় বড় কথা বলছে, কিন্তু বিএনপি লোক দেখানো রাজনীতি করে না। বিএনপি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে। বিএনপি কখনো ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করেনি। যারা ধর্ম বেচে রাজনীতি করে, তারা কখনো জনগণের কল্যাণ করতে পারে না।”

তিনি আরও বলেন, “আগামী মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনাদের ভোটে আলীম ভাই এমপি হবেন ইনশাল্লাহ। একটি দল নারীদের নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। আজ তারা বলছে নারীরা ৫ ঘণ্টার বেশি কাজ করবে না, কিন্তু ক্ষমতায় গেলে তারা নারীদের গৃহবন্দি করে রাখবে। বিএনপি নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

প্রধান বক্তা আমিরুল ইসলাম খান আলীম বলেন,“জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য। নারীদের ক্ষমতায়ন ও সম্মান নিশ্চিত করতে আমরা কাজ করছি। এই আন্দোলনে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সমাবেশে শত শত নারী নেত্রী ও কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *