শুক্রবার, ডিসেম্বর ৫

বিএনপি–জামায়াত মনোনয়ন দিল খুলনা-১ এ, কেন্দ্রবিন্দুতে কৃষ্ণ নন্দী

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে অবশেষে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে আমীর এজাজ খানের নাম ঘোষণা করেন। যদিও এ আসনে বিএনপির আরও এক মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল।

অন্যদিকে, জামায়াতে ইসলামী এ আসনে বড় চমক দেখিয়েছে। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী পরিবর্তন করে দলটির হিন্দু শাখা ‘জামায়াত ইসলাম সনাতনী’-এর সভাপতি কৃষ্ণ নন্দীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন। এর আগে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এক কর্মী সমাবেশে তার নাম ঘোষণা করেন।

দলটির ইতিহাসে এবারই প্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো নেতাকে প্রার্থী করা হলো—যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ডুমুরিয়ার চুকনগর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী কৃষ্ণ নন্দী ২০০৫ সাল থেকে জামায়াতে যুক্ত আছেন। মনোনয়ন পাওয়ার পর তিনি জানান, দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাকে প্রার্থিতা নিশ্চিত করা হয়। পূর্বঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফও তার হয়ে প্রচারণায় নেমেছেন বলে জানান তিনি।

অপরদিকে, বিএনপির মনোনীত প্রার্থী আমীর এজাজ খান বলেন, “ধানের শীষ নিয়ে মাঠে লড়তে প্রস্তুত। নির্মাণশীল রাজনীতির মাধ্যমে দাকোপ–বটিয়াঘাটার উন্নয়ন বঞ্চনা দূর করতে চাই।” তিনি ২০০১, ২০০৮ ও ২০১৮ সালে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এ অঞ্চলে বিএনপির একজন সক্রিয় ও পরিচিত মুখ।

খুলনা-১ আসনে স্বাধীনতার পর আওয়ামী লীগ বারবার বিজয়ী হলেও বিএনপি জিতেছে দুইবার। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল জয়ী হন।

বিএনপির অভিজ্ঞ প্রার্থী ও জামায়াতের নবচিন্তার প্রতীক কৃষ্ণ নন্দীর মনোনয়নকে কেন্দ্র করে খুলনা-১ আসনের নির্বাচনী লড়াই ইতোমধ্যে বেশ জমে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *