
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না। দেশকে সংকটমুক্ত ও স্থিতিশীল রাখতে হলে বিএনপিকেই আগামীতে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা বিএনপি কার্যালয়ে দলটির একাংশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নুরকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নুরুল হক নুর বলেন, সোশ্যাল মিডিয়ায় আসন সমঝোতা নিয়ে নানারকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে সময় হলে সবাই দেখতে পাবেন বিএনপি তাঁদের কীভাবে মূল্যায়ন করে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা দিলে কথা রাখেন এবং তাঁর সঙ্গে যে প্রতিশ্রুতি হয়েছে তা তাঁরা প্রকাশ্যে বলবেন না। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত তাঁদের এক আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। নুর আশঙ্কা প্রকাশ করেন যে, আগামীতে নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে, যা রাষ্ট্রকে গভীর সংকটে ফেলবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি সম্প্রতি আন্দোলনকর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ওই ঘটনার জেরে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। পরিস্থিতি আরও কয়েকদিন চললে কেউ কেউ দেশে সংকট ঘোষণা করে দায়িত্ব নেওয়ার চেষ্টা করত। তিনি জোর দিয়ে বলেন, কেবল নির্বাচনই সব সংকটের সমাধান নয়; বরং যুগপৎ আন্দোলনের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
নুরুল হক নুর আরও স্পষ্ট করেন যে, তাঁর ব্যক্তিগত প্রাপ্তি বা তাঁর দল কয়টি আসন পেল সেটি মুখ্য নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষা করাই প্রধান অগ্রাধিকার। সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবিরসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইখতিয়ার কবির তাঁর বক্তব্যে বলেন, হাসিনাবিরোধী আন্দোলনে নুরের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং দলগত সিদ্ধান্ত অনুযায়ী গলাচিপা-দশমিনার সব নেতাকর্মী তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
