শুক্রবার, অক্টোবর ১০

বানারীপাড়ায় প্রেসক্লাবের ছাদে রাজনৈতিক ব্যানার: এলাকাবাসীর উদ্বেগ

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||

বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাবের ছাদে রাজনৈতিক ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পৌর যুবদলের সাবেক সদস্য সাব্বির মোর্শেদ শিশির (বাবু মোল্লা)-এর সৌজন্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও ‘উজিরপুর-বানারীপাড়া-২’ আসনের সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী সাইফ মাহমুদ জুয়েলের একটি ব্যানার সম্প্রতি ক্লাবের ছাদে টানানো হয়। এ নিয়ে স্থানীয় সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ ও বিতর্ক দেখা দিয়েছে।

জানা গেছে, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় হঠাৎ করেই প্রেসক্লাবের ছাদে ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এই স্লোগানসহ একটি রাজনৈতিক ব্যানার ঝুলতে দেখা যায়। মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সবাই প্রশ্ন তুলছেন, একটি পেশাগত ও নিরপেক্ষ সংগঠনের ভবনে রাজনৈতিক প্রচার ব্যানার টানানো কতটা যুক্তিসঙ্গত?

প্রসঙ্গত, এর আগেও প্রেসক্লাবের ভেতর থেকে একদল সাংবাদিক ফেসবুক লাইভে এসে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে প্রকাশ্যে স্লোগান দেন ও নিজেদের সেই দলের সমর্থক বলে পরিচয় দেন। এরপরই ব্যানার টানানোর ঘটনায় বিতর্ক আরও বেড়ে যায়।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর বানারীপাড়া পৌর আমির মো. কাওসার হোসাইন মন্তব্য করেন,
“এর আগেও প্রেসক্লাবের মধ্যে অন্তত জন পনের সাংবাদিক এক হয়ে লাইভে বলছে, ‘আমরা সবাই অমুক (বিশেষ দল) পন্থী সাংবাদিক’। এটাকেও মানুষ স্বাভাবিকভাবেই নিয়েছে। কিন্তু প্রেসক্লাবের উপরে রাজনৈতিক বিলবোর্ড ঝুলানোর মানে হচ্ছে ঐ অসুন্দর কথাটাকে প্রামাণিক দলিল হিসেবে জনসাধারণের কাছে পেশ করা। এই বিলবোর্ড অপসারণ না হলে এটাই প্রমাণ হবে যে, এটা সত্যনিষ্ঠ সকল সাংবাদিকদের অফিস নয়, এটা ঐ বিশেষ দলের ব্যক্তিগত সম্পত্তি।”

স্থানীয় সাংবাদিক মো. মোরশেদ বলেন, “প্রেসক্লাবের উপরে টাঙানো ব্যানার এত সমালোচনার মুখেও না সড়ানো একঘেয়েমি এবং উদাসীনতা ছাড়া আর কিছুই নয়। এটাতেই তারা প্রমাণ করছে, তারা মানুষের আকাঙ্ক্ষা ও চাহিদার বিন্দুমাত্র তোয়াক্কা করে না।”

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আইনজীবী ও ক্রিমিনাল ল’ বিশেষজ্ঞ অ্যাডভোকেট গোলাম মাওলা জুবায়ের বলেন, “প্রেসক্লাব একটি পেশাগত ও নিরপেক্ষ সংগঠন। এখানে দলীয় প্রচারণা বা রাজনৈতিক ব্যানার প্রদর্শন শুধু সংগঠনের নীতিমালার বিরোধী নয়, বরং সাংবাদিকতার স্বাধীনতা ও নিরপেক্ষতার পরিপন্থী। মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার হলেও, সেটি পেশাগত প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করার অজুহাত হতে পারে না।”

ইসলামী ছাত্র আন্দোলনের বানারীপাড়া উপজেলা সভাপতি মো. আতিকুল ইসলাম ওসমানী বলেন, “প্রেসক্লাব কোনো দলের কার্যালয় নয়। এটি সব সাংবাদিকের যৌথ ঠিকানা। এখানে কোনো পক্ষের প্রচারণা চলবে না, সেটিই স্বাভাবিক হওয়া উচিত। আজ যদি এক পক্ষের ব্যানার টানানো হয়, কাল অন্য পক্ষও ব্যানার টানানোর দাবি জানাবে। তখন কি প্রেসক্লাবে রাজনৈতিক পোস্টার-মিছিল শুরু হবে?”

পুরো ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে অস্বস্তি ও ক্ষোভ বিরাজ করছে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে প্রেসক্লাবের নিরপেক্ষতা ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *