বুধবার, জানুয়ারি ১৫

বাণিজ্য মেলা পেছাল ১৫ দিন

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের কারণে দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ অন্তত ১৫ দিন পেছানো হয়েছে। নতুন বছরের প্রথম দিনের পরিবর্তে ১৫ জানুয়ারি শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেলা আয়োজক কর্তৃপক্ষ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

মেলার পরিচালক, ইপিবি সচিব বিবেক সরকার সোমবার গণমাধ্যমকে বলেন, ‘আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর শুরু করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চলাচ্ছি। তবে সেটা জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠন, সব কিছুর ওপর নির্ভর করছে।’

পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মেলার পরিচালক আরও বলেন, ‘আমি এই মুহূর্তে পূর্বাচলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছি। এখানে বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক কাজ চলছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর নামের স্টল বরাদ্দ দেয়ার কাজ ৯০ শতাংশই শেষ হয়েছে। বাকি সবকিছু নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ওপর।’

গত দুই বছর ধরে ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) হচ্ছে দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর বাণিজ্য মেলা। আগামী ২০২৪ সালে তৃতীয়বারের মতো সেখানে মেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *