
|| আব্দুল হামিদ সরকার ||
রন্ধনশালায় বাঘিনী,
ফোকলা দাঁতে ঝিমুনি।
বাঘ বলে ওরে গিন্নি,
রাঁধুনি কি সেমাই সিন্নি?
বা্হ, হুংকারে কি রান্না হয়,
বলোতো সংসার কারে কয়?
বাঘ ক্রোধে দাঁত খিচিয়ে,
বাঘিনীও নাই পিছিয়ে।
কোথায় মাছ মাংস তরকারি,
কি করে হয় সংসারগিরি?
আলসে ছেড়ে ধরো কাজ,
কাজ করতে নাহি লাজ।
বসে বসে করো গর্জন,
কি তোমার উপার্জন?
পারো তো শুধু ঘাড় মটকাতে,
ভালোবাসা আছে কি তাতে ?
সংসার ধর্ম বড়ো ধর্ম,
শ্রম দাও করো কর্ম।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৬ জানুয়ারি, ২০২৫।