বুধবার, ডিসেম্বর ৩১

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||

বগুড়ায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বগুড়া সাতমাথা পৌর জামে মসজিদে বাদ এশা বাংলাদেশ যুব অধিকার পরিষদ-এর আপোসহীন সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ নাদিম হাসানের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়ার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে এই দোয়ার আয়োজন করে নেতা কর্মীরা।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ এস.কে. সুমন, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম (আকাশ)

বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ইসরাফিল আলম, সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ (আকাশ)

বগুড়া পৌর শাখার সভাপতি এস এম মিনহাজুল ইসলাম মুন্না ও নন্দীগ্রাম উপজেলার সাবেক আহ্বায় এইচ এম আসলাম-সহ জেলার যুব অধিকার পরিষদের নেতাকর্মী ছাত্র গণ ও শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীরা।

দোয়া মাহফিলের তবারকগুলো মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে এবং সাতমাথার আশেপাশে দোকানগুলো ও গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

বগুড়া জেলার সভাপতি মোঃ এস.কে সুমন সকলের কাছে মোঃ নাদিম হাসানের জন্য দোয়া চায়। যেন আমাদের লিডার দ্রুত সুস্থ হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *