শনিবার, আগস্ট ২৩

বাংলাদেশ নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোষ্ট

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||

বরগুনার পাথরঘাটা উপজেলার পৌরসভার গোল চত্বরে যৌথবাহিনীর নেতৃত্বে এক চেকপোস্ট পরিচালিত হয়েছে। রবিবার (০৩ আগস্ট) বিকাল ৪ টা থেকে রাত ৭ টা পর্যন্ত লেঃ কমান্ডার মোঃ আব্দুর রহমান (ট্যাজ)বিএন এর নেতৃত্বে
১৪ সদস্য বিশিষ্ট ০১টি চৌকস দল পাথরঘাটা উপজেলার পৌরসভার গোল চত্বর এলাকায় নৌবাহিনী ও পাথরঘাটা ট্রাফিক পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী এই চেকপোস্ট পরিচালনা করেন।

উক্ত চেকপোস্ট চলাকালীন সময় মোটরসাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। চেকপোস্ট চলাকালীন মোট ১৮০ টি মোটরসাইকেল এর হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি চেক করা হয়। এর মধ্যে ১৪ টি মোটরসাইকেলের হেলমেট ও নথিপত্র ঠিক না থাকায় ৪২০০০ টাকা জরিমানা করা হয় এবং ০৪ টি মোটর সাইকেল জব্দ করা হয়।

প্রতক্ষদর্শীরা জানান, চেকপোস্ট চলাকালীন সময় কোন প্রকার অ-প্রীতিকর ঘটনা ঘটেনি এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *