
|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||
নজরুল ইসলাম মোল্লাকে আহবায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব ও ফজলুল হক মাস্টারকে যুগ্ম আহবায়ক করে দীর্ঘদিন পর বরগুনা জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (২১ আগস্ট) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।

জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে বেতাগী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে আজ সন্ধার পর উপজেলা শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুন পারভেজ আসাদ, তরুণ নেতা বিয়াজুল কবীর বাবু মল্লিক ও উপজেলা কৃষকদলের সভাপতি মাহমুদুল হাসান সোহাগসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।