বন্যার্তদের পাশে দাঁড়াতে উদ্যোগ গ্রহণ করেছে উপমহাদেশের প্রাচীনম ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। সংগঠনটির ইবি শাখার গঠিত তহবিলে সহযোগিতা পাঠানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি জহিরুর ইসলাম ও ইবি শাখার সভাপতি কাইয়ুম হোসেন।
নেতৃদ্বয় বলেছেন, আপনাদের পাঠানো দান বন্যায় ক্ষতিগ্রস্তদের পৌঁছে দেয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ইনশাল্লাহ।