শুক্রবার, অক্টোবর ১০

বটিয়াঘাটায় হত্যা মামলার ৩ আসামি আটক

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||

খুলনার বটিয়াঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহত শংকর প্রসাদ মন্ডল (৬০) নর্থ ইউনিভার্সিটিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুইজন আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুন সকালে বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শংকর প্রসাদ মন্ডল ছুটি কাটাতে ঢাকার কর্মস্থল থেকে নিজ গ্রামে আসেন। তিনি দেখতে পান, তার দখলীয় জমিতে বাঁধ দিয়ে মাছের ঘের নির্মাণ করা হচ্ছে। তখন তিনি কোদাল নিয়ে বাঁধ কেটে দিতে শুরু করলে অভিযুক্তরা এসে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গ্রেফতারকৃতরা হলেন নিহতের বড় ভাই স্বপন মন্ডল (৭৩), – স্বপন মন্ডলের স্ত্রী কালিদাসী মন্ডল (৬৫) ও স্বপন মন্ডলের পুত্রবধূ
নুপুর মন্ডল (৩০)।

গত রবিবার (২৯ জুন) রাতেই বটিয়াঘাটা থানার এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল সুখদাড়া গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত স্বপন মন্ডল ও নুপুর মন্ডল খুলনার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী রূপ নেয়।

বটিয়াঘাটা থানার ওসি মোস্তফা খায়রুল বাশার বলেন, “পরিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।”

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *