বুধবার, মার্চ ১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের আরোহী মা-মেয়ে নিহত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছ। নিহতরা হলেন, ৩ বছরের শিশু কন্যা রাহিমা খাতুন ও তার মা রোখসানা খাতুন(২৫)। নিহত রোখসানা খাতুন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরে রোখসানা খাতুন বেড়াগ্রাম তার বাবার বাড়ি থেকে অটোভ্যান যোগে স্বামীর বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাকরাইল নামক স্থানে পৌঁছিলে একই দিক থেকে আসা একটি মিনি ট্রাক (বগুড়া-ড-১১-২০১২) অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রাস্তার ওপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু আরোহী মারা যায়। এলাকাবাসী দ্রুত নিহতের মাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। এ সময় বিক্ষুদ্ধ জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মা মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে নিকট থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *