বুধবার, মার্চ ১২

বগুড়ায় পুলিশের অভিযানে ২৮৮০ লিটার সোয়াবিন তেল উদ্ধার, গ্রেফতার ১

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||

বগুড়া জেলা গোয়েন্দা শাখা পুলিশের বিশেষ অভিযানে আত্মসাতকৃত ১৮০টি কাটুনে ২৮৮০ লিটার সোয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ সময় ১ জনকে আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১/০২/২০২৫ খ্রিঃ তারিখে চট্টগ্রাম জেলার Smile Food Products Ltd কোম্পানি হতে মেসার্স সোবহানা ট্রান্সপোর্ট এর মাধ্যমে ট্রাকযোগে এক ট্রাক সোয়াবিন তেল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকার উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু উক্ত ট্রাকের ড্রাইভারসহ একটি সিন্ডিকেট উল্লেখিত সোয়াবিন তেল প্রতারণার মাধ্যমে আত্মসাত করে নেয়।

উক্ত বিষয়ে সংবাদ প্রাপ্ত হয়ে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত ১৩/০২/২৫ খ্রি: তারিখ দুপুর বেলা বগুড়া জেলার শেরপুর থানাধীন মির্জাপুর এলাকায় মাকড়কোলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে নূর আলম এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ির পরিত্যক্ত ঘর হতে ১৮০ টি কার্টুনে মোট ২৮৮০ লিটার সোয়াবিন তেল উদ্ধার করে জব্দ করেন এবং উক্ত সিন্ডিকেটের একজন আসামীকে গ্রেফতার করেন।

উক্ত বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *