সোমবার, ডিসেম্বর ২৯

বগুড়ায় পথের দিশার উদ্যোগে বস্তির শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||

বগুড়া রেল স্টেশন বস্তির (হাড্ডিপট্রি) সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়েছে।আজ শনিবার (২২ মার্চ) সকালে পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির জননেতা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন জামা উপহার দেওয়া হয়।

প্রধান অতিথি বলেন, সমাজের ধনী-গরীব সবার মাঝে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার যে আনন্দ তা অন্যকোন কাজে পাওয়া সম্ভব নয়। পথের দিশা ভাসমান স্কুল বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষগুলো ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।

তিনি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পথের দিশা ভাসমান স্কুল রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।

প্রতি বছর ঈদুল ফিতরে নতুন পোষাক, ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি সারাবছর সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *