
|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||
জামালপুরের বকশীগঞ্জে বিএনপির মূল কমিটিকে উপেক্ষা করে বহিষ্কৃত ও পদবঞ্চিত নেতাদের উদ্যোগে কর্মী সমাবেশ আয়োজনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
তিনি অভিযোগ করে বলেন, বৈধ উপজেলা ও পৌর বিএনপির কমিটি সম্মেলনের মাধ্যমে গঠিত এবং জেলা বিএনপি অনুমোদিত। অথচ বহিষ্কৃত নেতাদের আয়োজনে আসন্ন ১৩ সেপ্টেম্বর কর্মী সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা কেন্দ্রের নির্দেশনারও পরিপন্থী।
প্রিন্স আরও বলেন, “আমরা যখন আওয়ামী সরকারের দমন-নিপীড়নে মিথ্যা মামলায় জেল খেটেছি, তখন তিনি কোনো খোঁজ নেননি। এখন বহিষ্কৃতদের নিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, যদি চেয়ারপারসনের উপদেষ্টা সমাবেশ করতে চান, তবে তাকে বৈধ উপজেলা ও পৌর বিএনপিকে সঙ্গে নিয়ে করতে হবে। অন্যথায় বিভেদ তৈরি হবে।
এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।