
|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||
জামালপুর জেলার বকশীগঞ্জ বাজারের বকশীগঞ্জ টু জব্বারগঞ্জ প্রধান সড়কটি বর্তমানে চরম দুরবস্থার মধ্যে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে যাচ্ছে পানি, কাদায় পরিণত হচ্ছে গোটা রাস্তা। পথচারী, দোকানদার ও যানবাহন চালকদের জন্য এটি রীতিমতো দুর্ভোগে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাজারের মূল সড়কের একাধিক স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং সেখানে বৃষ্টির পানি জমে রাস্তাকে করেছে চলাচলের অযোগ্য। এর পেছনে অপরিকল্পিত ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাও দায়ী বলে মনে করছেন স্থানীয়রা। সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়ে উঠেছে।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন,
“বাজারে ক্রেতারা আসতে চায় না। রাস্তায় পানি আর কাদা জমে থাকে। দিনের পর দিন এ অবস্থায় ব্যবসা চালানো খুব কষ্টকর হয়ে উঠেছে।”
এ বিষয়ে এখনও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বকশীগঞ্জ পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এলাকাবাসীর প্রত্যাশা—তারা যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং একটি টেকসই ড্রেনেজ ও রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।
জনস্বার্থে এই সমস্যার দ্রুত সমাধান জরুরি হয়ে পড়েছে। নয়তো আগামী বর্ষায় এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করছেন সচেতন নাগরিকেরা।