মঙ্গলবার, আগস্ট ১৯

বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সম্মেলনের ছয় মাস পর এই দুটি কমিটি প্রকাশ করা হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের স্বাক্ষরে কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক ময়নুর হোসেন সম্পদ। অপরদিকে পৌর বিএনপির কমিটিতে সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এবং সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাতে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পৌর শহরে আনন্দ মিছিল বের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *