
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গত শনিবার (২২ মার্চ) রাত ১০:৪৫ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজায় অভিযান চালিয়ে জয়মুদ্দিন (৬৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। তার বসতবাড়ির আঙিনার মাটির নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত চারটি পোটলায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, ফুলবাড়ী থানার পুলিশ অভিযানে অংশ নিয়ে জয়মুদ্দিনকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে এবং সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছে।