মঙ্গলবার, ডিসেম্বর ৩০

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুম’আর নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে আগত মুছল্লীরা নাগেশ্বরী বাজার মসজিদ প্রাঙ্গণে একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এই বিক্ষোভের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী থানা শাখা।

প্রতিবাদ মিছিলটি বাজার মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও’, ‘মুসলিম নিপীড়ন বন্ধ করো’, ‘গণহত্যা বন্ধ করো’, ‘জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ ইত্যাদি স্লোগান দেন।

বক্তারা ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর চালানো নিষ্ঠুর হত্যাযজ্ঞ ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। তারা বিশ্ব সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এসব নিপীড়ন বন্ধের আহ্বান জানান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী থানা শাখার নেতৃবৃন্দ বলেন, “আমরা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ। বিশ্বের যেকোনো প্রান্তে মুসলিমদের ওপর নির্যাতন হলে আমরা নীরব থাকতে পারি না। ফিলিস্তিন ও ভারতের নির্যাতিত মুসলমানদের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো।”

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয় এবং অংশগ্রহণকারীরা আল্লাহর দরবারে নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, ফিলিস্তিনে চলমান সংঘর্ষে প্রতিনিয়ত অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। পাশাপাশি, ভারতের নাগপুরে মুসলিমদের ওপর দাঙ্গা ও নিপীড়নের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *