রবিবার, জুলাই ২৭

“প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সলঙ্গা কদমতলা মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ পাঠাগার হল রুমে সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

সংগঠনের উপদেষ্টা, জি.আর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, “প্রিয় সলঙ্গার গল্প”র চীফ এডমিন শাহ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি এটর্নি জেনারেল আসাদ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক, কবি সৈয়দ শামীম সিরাজী, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুব জলিল কিরন, মানবতার ফেরিওয়ালা, শাহজাদপুরের কৃতি সন্তান মামুন বিশ্বাস, মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোস্তফা জামান, সংগঠনের উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার, ধুবিল আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন, লাইফ লাইন ফার্মেসীর স্বত্বাধিকারী মিলনসহ অনেকে।

বক্তারা বলেন, ১১ বছর পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ করছে “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠন। সমাজ সেবায় অনন্য ভূমিকা রেখে চলেছেন তারা। সকলের সহযোগীতায় তারা সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত মানবজাতির কল্যাণের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছু পেতে নয়, কিছু দিয়ে নি:স্বার্থভাবে কাজ করে চলেছেন এ সংগঠনের এক ঝাঁক তরুণের দল। বক্তারা বলেন, এলাকার সুবিধাবঞ্চিতদের মানবিক সাহায্য, সহায়ানুভুতি ও সামাজিক সচেতনতায় সৃষ্টি থেকেই উল্লেখযোগ্য পরিমান ভূমিকা রেখেই চলেছেন। মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্তদান, শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, কন্যাদায়গ্রস্তদের আর্থিক সহযোগীতা, হুইল চেয়ার বিতরণ, টিউবওয়েলের ব্যবস্থা, পিপাসার্তদের শরবতপান, মসজিদ মাদ্রাসায় কুরআন, হাদীস বিতরণ, করোনাকালীন সময়ে প্রচারণা, সাবান, হ্যান্ড ওয়াস, মাস্ক বিতরণ, সুচিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি মানব সেবার জলন্ত প্রমাণ। সংগঠনটির মানবতাবোধ ইতিমধ্যেই সলঙ্গাবাসীর নিকট প্রশংসা কুড়িয়েছে। পরিশেষে “প্রিয় সলঙ্গার গল্প” অন্যায়, দুর্নীতি, সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরবে। আজকের এ মহৎ কাজে তারা আন্তরিক, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। আগামীতে সমাজের অসহায়, দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের লক্ষ্যে এ সংগঠনকে সহযোগীতায় দেশ ও দেশের বাইরের দানবীর, বিত্তশালী, বিবেকবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানের সমাপনীতে সম্মানিত অতিথিদের নিয়ে কেক কর্তন করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *