বৃহস্পতিবার, অক্টোবর ৯

প্রকৃতি থেকে শিখি শিরোনামে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই বিভাগের আয়োজন

|| নিজস্ব প্রতিবেদক ||

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এক ভিন্নধর্মী পিকনিকের আয়োজন করে। সোমবার (১১ আগস্ট) পূবাইল রিসোর্ট ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিভাগটির তিন শতাধিক শিক্ষার্থীদের পাশাপাশি ফ্যাকাল্টি ও কর্মকর্তাবৃন্দও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সেমিস্টারজুড়ে একাডেমিক ব্যস্ততার মাঝে এই আয়োজন ছিল প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তির নিশ্বাস নেওয়ার সুযোগ। একই সঙ্গে শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে মুক্ত পরিবেশের সঙ্গে নতুন করে সখ্যতা গড়ার একটি প্রচেষ্টা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে প্রযুক্তি জগতের সমন্বয় করতে এবং প্রকৃতির মাঝে থেকে মূল্যবোধ শিখতে অনুপ্রাণিত করে।

এই প্রসঙ্গে বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফরহাদ বলেন, “সারা সেমিস্টারজুড়ে কুইজ, অ্যাসাইনমেন্ট, মিডটার্ম, প্রেজেন্টেশন ও প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকতে হয়। এর মাঝে একটি ডে-লং ট্যুর আমাদের জন্য খুবই রিল্যাক্সিং ও অনুপ্রেরণাদায়ক।”

এমন অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পারিবারিক সম্পর্ক তৈরিতেও ভূমিকা রাখে। অনুষ্ঠানের দিন সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রিসোর্টের উদ্দেশ্যে বাসযোগে যাত্রা শুরু হয়। পিকনিক স্পটে পৌঁছে সকালের নাস্তার পর নৌকাভ্রমণ, ফুটবল, ক্রিকেট, সাতারসহ নানা ধরনের খেলার আয়োজন করা হয়। দুপুরের খাবারের পর লুডো, বালিশ বদলসহ বিভিন্ন ইনডোর গেম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্ন্যাকস ও পুরস্কার বিতরণের মাধ্যমে পিকনিকের সমাপ্তি ঘটে।

সিএসই বিভাগের হেড প্রফেসর ডক্টর শহিদুল ইসলাম খান নাঈম ব্যতিক্রমী এই আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সহযোগিতা করেন অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং ভলেন্টিয়ারবৃন্দ। সর্বোপরি, পুরো অনুষ্ঠানটি বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *