বৃহস্পতিবার, অক্টোবর ৯

পূজার ছুটিতে বেড়াতে গিয়ে মেডিকেল শিক্ষার্থী নন্দিনীর মৃত্যু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

পূজার ছুটিতে বেড়াতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের ১৩৩তম ব্যাচে সুযোগ পাওয়া মানিকগঞ্জের মেধাবী শিক্ষার্থী নন্দিনী (২০) হঠাৎ ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, পূজার ছুটিতে নন্দিনী তার কাকা ও কাকিমার সাথে কাকার শ্বশুরবাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়ায় পরিবারসহ বেড়াতে যান। সেখানে গতকাল শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে পেটের পীড়াজনিত ব্যথায় ডাক চিৎকার করলে স্বজনেরা প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরবর্তীতে সময়ের সাথে সাথে অবস্থার অবনতি ঘটলে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয় নন্দিনীকে। সেখানে রাত আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নন্দিনীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায়। তিনি অটোচালক অনিল চন্দ্র সরকারের বড় মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নন্দিনী শিশু শ্রেণি থেকে একজন মেধাবী শিক্ষার্থী। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কানিজ ফাতেমা গার্ল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পায় নন্দিনী।

চলতি বছরের জানুয়ারিতে হতদরিদ্র পরিবারের মেয়ে নন্দিনী, ঢাকা মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বর পেয়ে ভর্তির সুযোগ পেয়ে প্রশংসিত হন। গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদও প্রকাশিত হয়। কিন্তু টাকার অভাবে তার পড়াশোনা নিয়ে চিন্তায় পরে যায় পরিবার। এলাকার মানুষের সহযোগিতা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলো নন্দিনী।

নন্দীনী ছোটবেলা থেকে মেধাবী হওয়ায় গ্রামের সবাই তাকে আদর করতো। নন্দিনীর এই আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্দ তার শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজনসহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *