
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা ধুদকছড়ায় এক নারীর দোকান ও বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহসপতিবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক এগারোটার দিকে উপজেলার সীমান্ত এলাকা মগপাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম ও মোবাইল নেটওর্য়াক না থাকায় ফায়ার সার্ভিস পৌছানোর আগেই দোকানটি সম্পুর্ণ পুড়ে যায়। দোকানের সাথে থাকা বসত ঘরটিতেও আগুন লাগে।

আগুনে ক্ষতিগ্রস্থ নারী উক্রেয় মারমা জানান, স্বামী মারা যাওয়ার পর সে নিজেই মুদি ও চা দোকান নিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতো। কিভাবে আগুন লেগেছে তা জানা নাই।
উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈঞ্চব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার কাজে রওয়ানা দিই। পাহাড়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নিম্নমানের ইলেকট্রিক সামগ্রী ব্যবহার ও ফায়ার সার্ভিসের নীতিমালা অনুসরণ না করায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এতে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।