বৃহস্পতিবার, ডিসেম্বর ৪

পানছড়িতে বিজিবি’র মানবিক সহয়তা প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী গ্রামসমূহে মানবিক সেবায় বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) দুপুর থেকে বিকেল পর্যন্ত লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম শান্তিনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ত্রিপুরা পাড়ায় টিউবয়েল ও অসহায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।

এসময় তিনি অংজ পাড়া গ্রামে উযেয়া বৌদ্ধ বিহার ও শ্মশান সংস্কারের জন্য ধর্মীয় গুরুর হাতে নগদ অর্থ তুলে দেন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *