রবিবার, আগস্ট ২৪

পানছড়িতে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ বিকল্প কর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন ২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের উপস্থিতিতে মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা জেলেদের মাঝে ছাগল – ছাগলছানা ও শুকর ছানা তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, জেলেদের জীবিকা ও জীবন মান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির এ কার্যক্রম করা হয়। উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবেন বলে তিনি আশ্বস্ত করেন।

সুবিধা ভোগীদের অভিযোগ, সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ বিকল্প কর্ম সংস্থান বাস্তবায়নের লক্ষে দারিদ্র্য জেলে জনগোষ্ঠীর মাঝে বিতরনকৃত ছাগলগুলো বাজেট অনুপাতে কমমুল্যে ক্রয় করে আমাদের দেওয়া হয়েছে সেগুলোর অধিকাংশই অসুস্থ। ছাগল নয় ছাগল ছানা দিয়েই কার্যক্রম শেষ করা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করেও লাভ হলো না।

বিতরণকালে অন্যান্যদের মাঝে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, প্রকৌশলী মোঃ রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলা সমাজসেবা ফিল্ড ফ্যাসিলেটর আইচ্যুক ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *