সোমবার, ডিসেম্বর ২৯

পানছড়িতে ইসলামী আন্দোলে’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||

খাগড়াছড়ির পানছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকাল পাঁচটা থেকে উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন এবং বিশেষ অতিথি হিসেবে জেলা সহ-সভাপতি মোঃ মুহসিন সরওয়ার।

এ সময় বক্তরা বিগত রাজনৈতিক সময়ের নির্যাতন ও ত্যাগের কথা তুলে ধরেন। এবং সুন্দর, সুষ্ঠু, দূর্নীতিমুক্ত সমাজ গঠন ও ইসলামি শাসন বাস্তবায়নে ইসলামি আন্দোলন বাংলাদেশকে সহযোগিতা করতে সকলকে পাশে থাকার আহবান জানান।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী, যুব আন্দোলনের সভাপতি ডাঃ আশরাফুল ইসলাম, যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিলসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *