
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা গংগাধনছড়া, ঐশ্বনী কারবারী পাড়া এবং নাড়াইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (০৩ বিজিবি)’র নানান মুখি মানবিক সহয়তা প্রদান ও মতবিনিময় সভা করেছে।
শুক্রবার ( ১২ ডিসেম্বর) সকালে লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম’র উপস্থিতিতে অসহায় পরিবারের মাঝে ৩ বান্ডিল ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় ৪ জন মহিলাকে সেলাই মেশিন ও অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান করেন।
এসময় পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক এর সভাপতিত্বে ওয়াইনথং বিওপি এবং নাড়াইছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় হেডম্যান ও কারবারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধিনায়ক এলাকার আইন-শৃঙখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান। সভায় উপস্থিত সকলেই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করার বিষয়ে একমত পোষণ করেন।
