
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের পদ্মায় দ্রুত পানি বৃদ্ধির ফরে তীব্র ভাঙ্গনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে লঞ্চ ঘাটের দুটি জেটি ও ৫ নম্বর ফেরিঘাট। পাশের ৪ নম্বর ঘাটটিও রয়েছে হুমকির মুখে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার থেকে ৫ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। ৩ ও ৪ নম্বর ঘাটযোগে ফেরিতে যানবাহন লোড-আনলোড কার্যক্রম চলছে। ঘাট সঙ্কট ও নদীতে প্রবল স্রোতের কারণে সীমিত আকারে ফেরি চলাচল করছে। স্রোতের বিপরীতে ফেরি চলাচল করায় পারাপারে সময় ব্যয় হচ্ছে প্রায় দ্বিগুণ। এতে ফেরির ট্রিপ সংখ্যাও কম হচ্ছে। এতে করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২৪ টি জেলার মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পাটুরিয়া ৪ নম্বর ফেরি ঘাটের পন্টুনে দায়িত্বরত লস্কর জানান, শুক্রবার সকালে ঘাট এলাকায় নদীর পাড়ে ফাটল দেখা দিলে ঘাট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ ঘাটটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে চিহ্নিত স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে কয়েক ঘণ্টা পর তা পুনরায় চালু করা হয়। বর্তমানে ৩ ও ৪ নম্বর ঘাটযোগ ফেরিতে যানবাহন চলাচল করছে।